এই মুহূর্তে জেলা

তৃণমূল নেতার দাদাগিরি, ব্যান্ডেলে বন্ধ দোকান ভেঙে দখল নেওয়ার চেষ্টা।

হুগলি, ৫ ডিসেম্বর:- ব্যান্ডেলে তৃনমূল নেতার দাদাগিরি, বন্ধ দোকান ভেঙে দখল নেওয়ার চেষ্টা, ঘটনা প্রসঙ্গে জানা যায় ব্যান্ডেল চার নম্বর ওয়ার্ড গোপীনাথপুর এর বাসিন্দা তাপস কর্মকার, ব্যান্ডেল মোড় সংলগ্ন এলাকায় দীর্ঘ কুড়ি বছর ধরে তার একটি ইলেকট্রিকের দোকান ছিল, পুঁজির অভাবে দীর্ঘদিন ধরেই সেই দোকান বন্ধ রাখতে হয়েছিল তাপসবাবুকে। তিনি জানান হঠাৎই একদিন আগে দেখেন তার দোকানে ভাঙচুর চলছে, এবং ভাঙচুর চালাচ্ছেন এলাকারই তৃণমূল নেতা দীনানাথ যাদব ও তার দলবল। অভিযোগ দীনাকে বাধা দিতে গেলে তাকে ধমকি দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। রীতিমতো তিনি আইনি ব্যবস্থা নিয়ে ব্যান্ডেল পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন, সেই সময় কাজ বন্ধ হয়ে গেলেও আজ সকালে তিনি দেখেন হঠাৎই তার দোকান আবার ভাঙ্গা হচ্ছে, সাথে সাথেই তিনি পুলিশকে জানালে পুলিশ এসে ভাঙ্গার কাজ বন্ধ করে দেন।

এ বিষয়ে দিনানাথ জানান আমার দোকান আমি ভাড়া দিয়েছিলাম ভাড়া পাচ্ছি না বলেই ভেঙে দিয়েছি। কিন্তু তার জন্য তো আইন আছে! দিনার জবাব, এ বার লিগালি যাব। অন্যদিকে ওই এলাকার আরো এক সাইকেল দোকানের মালিক সবিতা কর্মকার জানান দীনানাথ যাদব বহুদিন ধরেই তাদেরকে হুমকি দিচ্ছেন তাদেরকে দোকান খালি করে দিতে হবে, সবিতা কর্মকার জানান দিনা নাথের বাড়িতে গিয়ে পায়ে হাতে ধরলেও কোন কাজ হয়নি, তাই ভয়ে দোকান খুলতে পারছিলাম না, সমস্ত ঘটনাটি দেখে দোকানদারদের পাশে দাঁড়ান চার নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় কুমার পাল, তিনি বলেন দীননাথ তৃণমূল করে বলে আমা মানিনা, তাই সাধারণ মানুষের উপর অত্যাচার হলে আমি তাদের পাশে আছি। সঞ্জয়বাবু বলেন, এ বিষযে আমি দলের উচ্চতর নেতৃত্বকে জানাব।