এই মুহূর্তে কলকাতা

দ্বিতীয় দফাতেও নির্বাচন কমিশনের কাছে বিক্ষিপ্ত ভাবে গোলমালের বেশ কিছু অভিযোগ এসেছে।

কলকাতা , ১ এপ্রিল:- বিধানসভা ভোটের দ্বিতীয় দফাতেও নির্বাচন কমিশনের কাছে বিক্ষিপ্ত ভাবে গোলমালের বেশ কিছু অভিযোগ এসেছে। মূলত যুযুধান দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে। দুই মেদিনীপুর থেকে বুথ দখল, ইভিএম যন্ত্রে গোলমাল , ভোটার ও প্রার্থাদের ভয় দেখানো, বাধাদানের অভিযোগ উঠেছে।কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও অভিযোগ এসেছে। নন্দীগ্রামের বয়ালে বিজেপির বিরুদ্ধে তাদের এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। সেখানে তৃণমূলের কর্মীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। নির্বাচন কমিশন ওই ঘটনায় রিপোর্ট তলব করেছে।

পূর্ব মেদিনীপুরের ময়নায়আটটি বুথে রিগিং করা হচ্ছে বলেও তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে। খড়গপুর সদরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন । তাঁকে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে ভোটারদের টাকা বিলি করার অভিযোগ নিয়ে বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। পাথরপ্রতিমার বেনেপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা ঘটনাস্থলে গেছেন। কেশপুরের ১৭৩ নম্বর বুথের সামনে বিজেপি প্রার্থীের গাড়ি ভাঙচুড়ের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই প্রার্থীর এজেন্টকে পিস্তলের বাঁট দিয়ে মারা হয় বলে অভিযোগ। শাহানারা বেগম নামে ওই এজেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।