এই মুহূর্তে জেলা

অকাল দীপাবলি হুগলির বিজেপি কার্যালয়ে।


হুগলি, ৪ ডিসেম্বর:- তিন রাজ্যে ভোটে জেতায় অকাল দীপাবলি হুগলির বিজেপি অফিসে। গতকাল ফলাফল ঘোষণা হতেই বিজয় উৎসব এবং অকাল দীপাবলি পালনের নির্দেশ দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই অনুযায়ী আজ বিজেপির হুগলী সাংগঠনিক জেলা কার্যালয় সহ বিভিন্ন মন্ডলে অকাল দীপাবলি পালন হয়। পথ চলতি মানুষদের মিষ্টি পায়েস খিচুড়ি লাড্ডু বিতরণ করা হয়। বিকেল থেকে শুরু হয় এই কর্মসূচি।

২০২১ সালে বাংলায় হয়নি বিজেপি সরকার। ২০২৩ সালে মধ্যপ্রদেশ ছত্রিশগড় রাজস্থানে সরকার গড়ছে বিজেপি। ২৪ সালের লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের ভোট ছিল সেমিফাইনাল। তাতে ভালো ফল করেছে বিজেপি। এবার লক্ষ লোকসভা ভোট। তাই কর্মিদের চাঙ্গা করতে নানা কর্মসূচী নিচ্ছে বিজেপি দল।