এই মুহূর্তে কলকাতা

বেসরকারি পরিবহনের মালিকদের পাশে দাঁড়াতে মানবিক পদক্ষেপ নিলো সরকার।

কলকাতা, ১৭ নভেম্বর:- অতিমারির কামড় আর অগ্নিমূল্য জ্বালানির মুহুর্মুহু ছেকায় ব্যতিব্যস্ত বেসরকারি পরিবহন মালিকদের পাশে দাঁড়াতে আরও একটি মানবিক পদক্ষেপ নিল রাজ্য সরকার।বেসরকারি পরিবহণ ক্ষেত্রে কর মকুবের কথা ঘোষণা করেছে পরিবহন দফতর। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সমস্ত ধরনের যানবাহনের ক্ষেত্রে এই কর ছাড় দেওয়া হবে। করোনা কালে এর আগেও একবার যানবাহনের কর ছাড় দিয়েছে রাজ্য। পরিবহন দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বর্তমান করোনাকালে আর্থিক দিক দিয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত। এমত অবস্থায় সমস্ত ধরনের বেসরকারি গাড়ি অর্থাৎ বাস, স্কুল বাস, প্রাইভেট কার ইত্যাদি, যাদের রেজিস্ট্রেশন রয়েছে চলতি বছরের জুলাইয়ের ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত, তারা একবারের জন্য এই কর মুকুবের সুবিধা পাবেন।

গতবছর অনেক গাড়ির মালিক এই সুবিধা পেয়েছিলেন। কিন্তু আবার অনেক গাড়ির মালিক রয়েছেন যারা গত বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে এক বছরের জন্য মোটর ভেহিকেল ট্যাক্স জমা দিয়ে দেন। ফলে তারা এই সুবিধা পান নি। সেই সকল গাড়ির মালিকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে তারাও যেন একবার কর ছাড়ের সুবিধা পান। পরিবহণ দপ্তরের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সকল গাড়ির মালিকরা গত বছর জানুয়ারি মাসে অর্থাৎ বিজ্ঞপ্তি বের হওয়ার আগেই মোটর ভেহিকেল ট্যাক্স জমা দিয়েছিলেন, তারাও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। তারা আগামী জানুয়ারি থেকে এই সুবিধা পাবেন।