এই মুহূর্তে জেলা

হাওড়ায় শুভেন্দু, মালদার ঘটনায় রাজ্যের পরিকাঠামোর হাল দিয়ে তীব্র ক্ষোভ।

হাওড়া, ১৮ নভেম্বর:- গ্রামে অ্যাম্বুল্যান্স না ঢোকায় খাটিয়া করেই মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে গেলে রোগীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার মালদার বামনগোলার এই ঘটনা নিয়ে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ার দাসনগরে এদিন সন্ধ্যায় এক জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে এসে তিনি বলেন, এই ঘটনা বারবার ঘটছে। এখানে কোনও পরিকাঠামো নেই। হাল খুবই খারাপ। এর আগেও জলপাইগুড়ি থেকে শুরু করে কালিয়াগঞ্জেও এমন ঘটনা ঘটেছে।

রাজ্য সরকার যে জনগণের জন্য কিছু করছে না এটাই বারবার এই ঘটনায় প্রমাণ হয়ে যাচ্ছে। এটা ভয়ংকর ঘটনা। রাস্তাঘাটের অবস্থা নিয়ে বারবার সোচ্চার হয়েছি। এরা পরিকাঠামোর উন্নয়ন করতে চাননা। হাসপাতাল, রাস্তাঘাট, সেতুগুলোর কোনও সংস্কার এখানে হয়না। এরা শুধু ৫০০ টাকা দিয়ে ভোট করতে যায়। এদিন আরেকটি প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, আমরা দাবি করেছি গত বিধানসভা এবং পঞ্চায়েত ভোটের পরে হাইকোর্টের তালিকায় রয়েছে এমন মৃতদের পরিবারকে রাজ্য সরকার উপযুক্ত ক্ষতিপূরণ দিক। এবং পরিবারের যোগ্য ব্যক্তিকে চাকরি দিতে হবে বলেও আমরা দাবি করছি।