হুগলি,১০ ডিসেম্বর:- খানাকুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।খানাকুলের নোটিবপুর ১ জয়রামপুর এলাকায় তৃণমূলের মিছিল চলাকালীন হটাৎ মিছিলে হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।এরপর প্রশান্ত মল্লিককে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা,মিছিলের তৃণমূলের মহিলা কর্মীদের উপরেও হামলা হয় বলে অভিযোগ।আহত পঞ্চায়েত সদস্যকে খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে মঙ্গলবার থানা ঘেরাও তৃণমূলের।খানাকুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।খানাকুলের নোটিবপুর ১ জয়রামপুর এলাকায় তৃণমূলের মিছিল চলাকালীন হটাৎ মিছিলে হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।এরপর প্রশান্ত মল্লিককে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা,মিছিলের তৃণমূলের মহিলা কর্মীদের উপরেও হামলা হয় বলে অভিযোগ।এর প্রতিবাদে থানা ঘেরাও করে তৃণমূল।