হুগলি, ১৭ নভেম্বর:- সিঙ্গুরে সারের দোকান ও গোডাউনে পুলিশের হানা। আলুর চাষের মরশুমে সারের মূল্যবৃদ্ধি নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন অসাধু সারের দোকানদার বস্তায় সারের লেখা দামের থেকেও বেশি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাঁরই পরিপ্রেক্ষিতে হুগলীর গ্রামীণ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ডিএসপি নিমাই চৌধুরী ও সিঙ্গুর থানার ওসি জয়ন্ত পালের নেতৃত্বে আজকে সিঙ্গুরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।
ডিএসপি নিমাই চৌধুরী জানিয়েছেন, এই অভিযান আগামীদিনে জারি থাকবে বলে। দোকানের মালিক সৌরভ মল্লিক জানিয়েছেন, লাইসেন্স প্রাপ্ত সারের দোকানদাররা এই জালিয়াতি করে না। যাদের লাইলেন্স বিহীন অসাধু ব্যবসায়ীরা এই আলুর মরশুমে সারের বেশি দাম নিয়ে মুনাফা করে।