হাওড়া, ১৭ নভেম্বর:- গোলাবাড়ির পর জগৎবল্লভপুর। ফের চুরির ঘটনা হাওড়ার স্কুলে। এবার অঙ্গনওয়াড়ি স্কুলের তালা ভেঙে চুরি গেল চাল, ডালের মতো খাদ্যসামগ্রী। স্থানীয় মানুষের অভিযোগ, চুরি ছিনতাইয়ের স্বর্গরাজ্য হয়ে উঠছে হাওড়ার জগৎবল্লভপুর। জানা গেছে, জগৎবল্লভপুরের শঙ্করহাটি ১নম্বর অঞ্চলের পাইকপাড়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চুরি গিয়েছে ওই খাদ্যসামগ্রী।
স্থানীয়দের অভিযোগ, মাত্র গত ২ মাসে জগৎবল্লভপুরে অন্ততঃ ২৫টি চুরি, ৩টি ছিনতাই ঘটেছে। ফের স্কুলে চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। পুলিশের ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগ উঠেছে এই ঘটনায়। গত দু’দিন আগেও এক দুষ্কৃতীকে মারধরের ঘটনা সামনে এসেছিল। দুস্কৃতির বাইক ভাঙার ভয়ঙ্কর ছবি উঠে এসেছিল জগৎবল্লভপুরে।