দার্জিলিং,৩১ জানুয়ারি:- শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ফুলবাড়ি ব্যারেজে পিকনিক করতে এসে নিখোঁজ হয়ে যাওয়া জীবেশ দাসের পুলিশি তদন্ত চলাকালীন থানায় এসে বিক্ষোভ দেখালেন পরিবারের সদস্যরা। শুক্রবার জীবেশের পরিবারের লোকেরা ফাঁসিদেওয়া থানায় এসে বেশকিছুক্ষন বিক্ষোভ দেখান। এর পাশাপাশি ফাঁসিদেওয়া থানার ওসি সুজিত লামার সঙ্গেও কথাও বলেন। যদিও ওই নিখোঁজ যুবকের পরিবারের দাবি জীবশকে অপহরণ করা হয়েছে। এবং এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এরপর ফাঁসিদেওয়া পুলিশ বিষয়টি নিয়ে সঠিক তদন্ত করার আশ্বাস। এবং পুলিশের আশ্বাসের পর পরিবারের লোকজন বিক্ষোভ তুলে নেন। প্রসঙ্গত চলতি মাসের ২৩ তারিখে ফুলবাড়ি ব্যারেজে পিকনিক করতে এসে নিখোঁজ হয়ে যায় জীবেশ দাস। এরপরেই পরিবারের তরফ থেকে একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় থানায়। তবে বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ওই যুবকের।