এই মুহূর্তে জেলা

ভিডিও কলেই ভাইফোঁটা দাদাকে, বোনেদের।


হুগলি, ১৫ নভেম্বর:- আমেরিকার ফ্লোরিডা ইউনিভার্সিটিতে অঙ্ক নিয়ে গবেষণা করছেন অরিত্রম ধর। তাই এবার ভাই ফোঁটায় উপস্থিত থাকতে পারেননি। তবে তাকে ফোঁটা দিয়েছে তার বোনেরা। রিখিয়া, অস্মিতারা তার দাদা অরিত্রমকে অনলাইনে ফোঁটা দিল। সারা বছর অন্য জায়গায় থাকলেও ভাইফোঁটার দিন পোলবার সুগন্ধার গ্রামের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানে ভাই বোনেরা একত্রিত হয়। ফোঁটার পর চলে খাওয়া দাওয়া।কিন্তু এবার অরিত্রম না থাকায় মন খারাপ ছিল সবার।

তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর মত ভিডিও কল করে অরিত্রমকে ফোঁটা দেয় তার বোনেরা। মিস্টি মুখও করায় মোবাইলেই। ভাইফোঁটায় না থাকতে পারায় মন খারাপ অরিত্রমেরও। তবে ভিডিও কলে ভাইফোঁটা দেওয়া দেখে কিছুটা হলেও মন খারাপ ভালো হয় তার।বোন রিখিয়া বলে, ভাইফোঁটায় সবাই একত্র হই। ভাই নরেন্দ্রপুর স্কুলে পরে। আমি মেদিনীপুরে থাকি সবাই যে যেখানেই থাকিনা কেন এই শুভ দিনে এক সঙ্গে মিলিত হই। এবারও দাদা বাড়িতে নেই। তাকে খুব মিস করছি। ভাইকে ফোঁটা দিলেও দাদা অরিত্রমকে সামনে থেকে ফোঁটা দিতে পারিনি তাই খারাপ লাগছিল। দাদাকে ভিডিও কল করে ঘুম থেকে তুলি। এখানে যখন বেলা বারোটা ফ্লোরিডায় তখন প্রায় রাত দেরটা। ঘুম চোখে অনলাইনেই ফোঁটা নেন অরিত্রম। ফোনেই বোনেদের আশির্বাদ করেন।