দ:২৪পরগনা,১ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলা শুরুর আগে সাগর তট পরিস্কার করতে নামল স্কুলের ছাত্রছাত্রী, ক্লাব সংগঠন এবং সাগরবাসী। রবিবার দিনভর প্লাস্টিক মুক্ত করার লক্ষে সাফাই অভিযান ও জনসচেতনতার উদ্যোগ গ্রহণ করা হলো জিবিডিএ ,সবুজ সংঘ ও চৌরঙ্গী প্রাথমিক বিদ্যালয়-সহ বেশ কিছু বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাগন।
এবারের গঙ্গাসাগর মেলায় প্লাস্টিক ব্যবহার কমানোর লক্ষ্য নিয়েছে দঃ ২৪ পরগণা প্রশাসন। ইতিমধ্যে সাগর এলাকায় মেলা শুরুর জন্য প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। রবিবার থেকে সারা সাগর দ্বীপে প্রশাসনের পক্ষ থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হয়েছে। এবার সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ সহ মেলা প্রবেশের পাঁচটি প্রবেশ পথ সাফাই করা হল। পাশাপাশি জন সচেতনতার লক্ষ্যে স্লোগান, সহ প্রচারপত্র বিলি করা হয়।
শিক্ষক তাপস মন্ডল জানান, সাগর তট থেকে প্ল্যাস্টিক মুক্ত করতে একজোট হয়েছি। লক্ষ্য একটাই পরিচ্ছন্ন রাখতে হবে সাগর। এ দিন সাফাই অভিযান উপস্থিত ছিলেন গঙ্গাসাগর, বকখালী উন্নয়ন পর্ষদের সম্পাদক জয়ন্ত মন্ডল, সাগর ব্লকের যুগ্ম বিডিও তাপস কুমার মিত্র, সবুজ সংঘের সদস্য সদস্যরা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।