এই মুহূর্তে জেলা

অবিশ্বাস্য ! হাওড়ায় ভাইফোঁটার দিন পেঁয়াজ বিকোচ্ছে ২৫ টাকা কিলো করে ?

হাওড়া, ১৫ নভেম্বর:- কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে কুর্নিশ জানালো সাধারণ মানুষ। বাজারে যে পিঁয়াজ বিক্রি হচ্ছে, ৮০ থেকে ৬০ টাকায় সেই পেঁয়াজই কেন্দ্রীয় সরকার ২৫ টাকা কেজি করে বিক্রি করছে জায়গায় জায়গায়। একটি ছোট ম্যাটাডোরে করে এই পেঁয়াজ নিয়ে এসে সাধারণ মানুষ এর পাশে দাঁড়াবার চেষ্টা হলো। আজ ভাইফোঁটা। বাঙালির ঘরে ঘরে একটা বড় অনুষ্ঠান এই দিনে।

এই অনুষ্ঠানের দিন এত সস্তায় পেঁয়াজ পেয়ে মানুষ খুব খুশি। সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে শুধু পেয়াজ নয় এরপর আসবে ছোলার ডাল সেটাও ৬০ টাকা কেজি হিসেবে বিক্রি হবে বলে জানা গেছে। আজকে হাওড়াতে দ্বিতীয় দিন এই প্রকল্পের কাজ চলছে। আজ হাওড়ার বেলুড় বাজার সহ আর বিভিন্ন জায়গায় এইরকম ভাবে পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়। আর মানুষ ভিড় করেই তা কিনেছেন।