এই মুহূর্তে জেলা

নিয়ম মেনেই দেড় মাস বন্ধ থাকার পর খুলে গেল স্কুল, খুশি পড়ুয়ারা।

হুগলি, ২৭ জুন:- স্কুল মানেই বন্ধুদের সাথে দেখা। খেলার ছলে পড়াশোনা। তাই স্কুলে আসতে ভালো লাগে। গরমের ছুটির পর আজ থেকে খুলে গেল স্কুল। দেড় মাস পর স্কুল খোলায় খুশি পড়ুয়ারা। মে মাসের দুই তারিখ থেকে গরমের ছুটি পড়েছিল রাজ্যের সরকারী স্কুলে। সকালে প্রার্থনার পর, শুরু হয়েছে স্কুলে পঠন পাঠন।

প্রায় দু বছর করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকার পর গত ২৬শে এপ্রিল খুলেছিল স্কুলগুলি। মাঝে কয়েকদিন ক্লাস হওয়ার পর পুনরায় গরমের ছুটি ঘোষণা করায় প্রতিবাদে সরব হয়েছিল বিভিন্ন মহল। এরপর আজ স্কুলে পঠনপাঠন শুরু হওয়ায় খুশি পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা।