প্রদীপ বসু, ১১ নভেম্বর:- দীর্ঘ প্রায় ৫০ বছরের দাবি পূরণ করতে চলেছে রেল দপ্তর। হুগলির ভদ্রেশ্বর ও বৈদ্যবাটির মাঝে খুড়িগাছি নতুনপাড়া এলাকার বাসিন্দাদের দাবি এখানে নতুন রেল স্টেশন করতে হবে।এই দাবির জন্য অনেক বার রেল অবরোধ থেকে শুরু করে মিছিল মিটিং করেও কোনো সমাধান হয়নি। তাই বাসিন্দাদের দাবি অবিলম্বে রেল স্টেশন করতে হবে। এর জন্য খুড়িগাছি রেল স্টেশন দাবি সমিতি গঠন করে এলাকা বাসিরা তীব্র আন্দোলন গড়ে তোলে। যার ফলে চার বার রেল দপ্তর সার্ভে করেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন শেওড়াফুলিতে এক সভায় চাপদানিতে নতুন রেল স্টেশন হবে বলে জানিয়েছিলেন। এব্যাপারে কমিটির সদস্য অভিমুন্যু ধোলে জানান শনিবার রেল দপ্তরের প্রতিনিধিরা আবার সার্ভে করল। এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব। একদিকে বৈদ্যবাটি তিন ও ভদ্রেশ্বর তিন কিলোমিটার রাস্তা।এখানকার মানুষদের পক্ষে খুবই কষ্ট সাধ্য।এ বিষয়ে পৌরপ্রধান সুরেশ মিশ্র বলেন আমাদের অনেক দিনের দাবি যদি সফল হয় তাহলে অনেক সুবিধা হবে।রেলের প্রতিনিধিরা সার্ভে করলেও কোনো মন্তব্য করতে চায়নি।