কলকাতা, ২২ জুন:- মোবাইলের মাধ্যমে প্রতারণার ঘটনা বন্ধ করতে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর আরও তৎপর হচ্ছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ অভিযোগ করেন, মোবাইলে ফোন করে লটারি জেতা, কেওয়াইসি আপডেট সহ একাধিক কথা বলে প্রতারিত করার ঘটনা বেড়ে গিয়েছে। উদয়ন বাবুর অভিয়োগ তাঁর নিজের সঙ্গেই এরকম প্রতারণা হয়েছে। কোনও তথ্য প্রমাণ না দেখিয়ে কী করে এই প্রতারকরা সহজেই মোবাইলের সিম পেয়ে যাচ্ছেন, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
এই প্রতারণা নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরের আরও বেশি করে প্রচার করার অনুরোধ জানান। উত্তরে ক্রেতা সুরক্ষা মন্ত্রী মানস ভুঁইয়া জানান, উন্নত প্রযুক্তির মাধ্যমে দ্রুত এই প্রতারণা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এখন প্রত্যেক জেলাতেই সাইবারক্রাইম দফতর তৈরি করা হয়েছে। বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ ও ক্রেতা সুরক্ষা দফতর যৌথভাবে এধরণের প্রতারণা রুখতে কাজ করবে। কেন্দ্রীয় টেলিকম দফতর এবং ট্রাই-এর সঙ্গেও আলোচনা করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।