এই মুহূর্তে কলকাতা

রাজ্যের সব সংশোধনাগারেই সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদের আধার কার্ড বাধ্যতামূলক।


কলকাতা, ১১ নভেম্বর:- রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের আবাসিকদের পাশাপাশি তাদের সঙ্গে স্বাক্ষাত করতে আসা দর্শনার্থীদের জন্য এবার থেকে আধার কার্ড বাধ্যতামূলক করার হচ্ছে। পরিচিতি জালিয়াতি রুখতে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য গুলিকে জানানো হয়েছে। দেশের ১৩০০ জেলে এই নিয়ম চালু হবে। ইতিমধ্যে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে। জেলের ক্ষেত্রে এমন অনেক অভিযোগ আগে উঠেছে যে একজনের হয়ে অন্যজন জেল খেটেছেন। কখনও একজন লোকের নাম করে অন্যজন দেখা করতে গিয়েছেন। মূলত পরিচয় জালিয়াতি রুখতে এবার থেকে আধারের তথ্য খতিয়ে দেখা হবে। পাশাপাশি যে যাঁরা বন্দির সঙ্গে দেখা করতে যাবেন তাঁরও আধার কার্ড আবশ্যিক হতে চলেছে। অর্থাৎ আধার কার্ড না থাকলে বন্দির সঙ্গে দেখার করা যাবে না।

কারা অধিদপ্তর এনিয়ে আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বন্দি ও তাঁদের সঙ্গে দেখা করতে আসা ব্যক্তিদের আধার তথ্য দিতে জমা নেওয়ার কথা বলা হয়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্র (এনআইসি) /ePrisons বন্দি/দর্শনার্থীদের আধার লিঙ্কিং/প্রমাণীকরণের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (তৈরি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দিদের ক্ষেত্রে আধার কার্ডের তথ্য জমা নেওয়া উদ্যোগী হতে হবে রাজ্য সরকারগুলিকে। আধার তথ্যের ভিত্তিতে তাঁরা সব সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা তাও নিশ্চিত করতে হবে রাজ্য সরকারগুলিকে। পাশাপাশি বন্দিদের সঙ্গে কারা দেখা করতে আসছেন তাঁদের আধার পরিচয়পত্র খতিয়ে দেখার ব্যাপারে উদ্যোগী হতে বলা হয় রাজ্য সরকারগুলিকে। এই বিজ্ঞপ্তির পর এবার এই বিষয়ে উদ্যোগী হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।