হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- বেকার যুবক যুবতীদের কাজের দাবিতে এবং সারা বাংলায় সর্বক্ষেত্রে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে হাওড়ায় বাইক মিছিল হলো বিজেপি যুব মোর্চার উদ্যোগে। রবিবার বিকেলে হাওড়া সদর জেলা পার্টি অফিসের সামনে থেকে ওই বাইক র্যালির সূচনা হয়।
এরপর পাওয়ার হাউস মোড়, কদমতলা বাস স্ট্যান্ড, ইছাপুর জল ট্যাঙ্ক মোড়, নতুন রাস্তা হয়ে বেলপোল মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই বাইক র্যালি শেষ হয়। ভারতীয় জনতা যুবমোর্চার হাওড়া সদর সাংগঠনিক জেলার সভাপতি সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে হয় এই বাইক র্যালি।