এই মুহূর্তে জেলা

প্রতি অমাবস্যায় শোল মাছ পুড়িয়ে নিবেদনের রীতি আজও বর্তমান জনাইয়ের বড়মার পুজোয়।


হুগলি, ১০ নভেম্বর:- মায়ের স্বপ্নাদেশ পান মাতৃভক্ত শ্রী বিশ্বেশ্বর মুখোপাধ্যায়। এরপর হুগলি জেলার জনাই এলাকায় মা কালীর এই জাগ্রত মাতৃ মন্দির প্রতিষ্ঠা হয়। ধীরে ধীরে এই মন্দিরে মায়ের অপরূপ বিগ্রহ জাগ্রত হয়ে ওঠে। এখানে মাকে ভালোবেসে ভক্তরা বড়মা বলে ডাকেন। বহু সমস্যায় পরা জর্জরিত মানুষ ছুটে আসেন মায়ের কাছে। শ্রী বিশ্বেশ্বর মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তার নাতি মাতৃ সাধক কুশল মুখোপাধ্যায়ের ওপর মায়ের সমস্ত পূজা ও সেবার দায়িত্ব চলে আসে।

তারপর থেকে মায়ের সম্পূর্ণ তন্ত্র মতে আরাধনা হয়। ২০১৬ সাল থেকে ছাগল বলি প্রথা বন্ধ হয়ে গেলেও আজও মাকে প্রতি অমাবস্যায় শোল মাছ পুড়িয়ে নিবেদন করা হয়। মায়ের বিশেষ পূজা হয় ফলহারিণী কালী পূজায়, কৌশিকী অমাবস্যায়, ও দিপান্নিতা কালী পূজায়। এ সময় প্রচুর ভক্ত সমাগম হয়। মায়ের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠে সকল ভক্তবৃন্দ।