এই মুহূর্তে জেলা

হাওড়ায় জুট ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, ছড়িয়ে পড়ে পরপর আরও ৩টি ফ্যাক্টরিতে।

হাওড়া, ১০ নভেম্বর:- হাওড়ার ফোরশোর রোডের (১০৩/৭, ফোরশোর রোড) বিচালি ঘাট সংলগ্ন একটি জুট ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। আগুন ছড়িয়ে পড়ে পাশের বস্তা তৈরির কারখানা, প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানা এবং পিচ কারখানায়। দমকল সূত্রে জানা গেছে, সকাল ৬টা নাগাদ আগুন লাগে। এই মুহুর্তে ১০টি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে। আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে।

জুট কারখানার মালিকের দাবি, পাশের একটি কাপড় আয়রনের ঘর থেকেই জুট ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, আগুন ছড়িয়ে পড়ে মোট চারটি কারখানায়। জলের সমস্যা থাকায় গঙ্গা থেকে জল তুলে আগুন নেভানোর কাজ করে দমকল। পাশেই রয়েছে পেট্রোল পাম্প। যে কোনও বড়ো দুর্ঘটনা এড়াতে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।