এই মুহূর্তে জেলা

জুটমিলের ছাদ ভেঙে দুর্ঘটনা, এখনো পর্যন্ত মৃত ১।


হাওড়া, ১০ নভেম্বর:- শুক্রবার সকালে হাওড়ার ঘুসুড়ির কালীতলায় হনুমান জুটমিলের ছাদ ও পাঁচিল ভেঙে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুপুর পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের নাম নিখিল সিংহ সরদার (২২), বাড়ি বাঁকুড়ায় বলে জানা গেছে। এখনো সেখানে উদ্ধারকাজ চলছে। এদিন সাতসকালে গঙ্গার দিকের জুটমিলের শেডটি আচমকাই ভেঙে পড়ে। তখন সেখানে মর্নিং শিফটের কাজ চলছিল।

ঘটনাস্থলে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ। আসেন সিপি সহ পুলিশের আধিকারিকরা। উদ্ধারকাজ চলছে। এদিন সাতসকালেই ঘুসুড়ির হনুমান জুটমিলের একাংশ ভেঙে পড়ে। ভেঙে পড়া ধ্বংসস্তুপের নিচে কেউ আটকে আছেন কিনা তা জানতে দমকল ও সিভিল ডিফেন্স এবং প্রশাসনের তৎপরতায় সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একাধিক জন আহত হয়েছেন বলে জানা গেছে।