এই মুহূর্তে জেলা

যো চুহা হ্যায়, চুহাই রহেগা ভাম নেহি বনেগা”, সুকান্তকে কটাক্ষ মন্ত্রী অরূপের।


হাওড়া, ১০ নভেম্বর:- “যো চুহা হ্যায়, চুহাই রহেগা ভাম নেহি বনেগা”, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এভাবেই তীব্র কটাক্ষ করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। শুক্রবার সকালে হাওড়ায় নিজ বাসভবনে এক সাংবাদিক বৈঠকে অরূপ রায় বলেন, “সুকান্ত মজুমদার সম্পর্কে কিছু বলার ইচ্ছা আমার নেই।

কারণ উনি কোনও নেতাই নন। ওদের দল কাউকে পাম দিয়ে ভাম বানিয়ে দিতেই পারে। তাহলেই তো আর তিনি ভাম হয়ে যেতে পারবেন না। যো চুহা হ্যায় চুহাই রহেগা, ভাম নেহি বনেগা।”