কলকাতা, ৯ নভেম্বর:- বৃহস্পতিবার আলিপুর মিউজিয়ামে দুটি প্রদর্শনী কক্ষের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটিতে গত ১১ বছরে রাজ্য সরকারের যাবতীয় অর্জিত পুরস্কার ও স্বীকৃতি স্মারক, শংসাপত্র ইত্যাদি রাখা হয়েছে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য-রাজ্যের বাইরে এবং বিদেশে যেখানে গিয়েছেন, সেখান থেকে প্রাপ্ত সম্মানগুলিও এই প্রদর্শনী কক্ষে রাখা হয়েছে। অদূর ভবিষ্যতেও এই দুটি প্রদর্শনী কক্ষেই যাবতীয় পুরস্কার ও সম্মান রাখা হবে। এদিন বিজয়া সম্মিলনী শুরুর আগেই এই দুটি কক্ষের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।