এই মুহূর্তে জেলা

মন্ডপে মন্ডপে দরিদ্রদের বস্ত্র দান ভারত সেবাশ্রম সঙ্ঘের। 

উত্তর ২৪ পরগনা, ১১ অক্টোবর:- উত্তর ২৪ পরগনার বিরাটি স্টেশন সংলগ্ন বিরাটি সার্বজনীন দুর্গোৎসব সমিতি ও শ্রীমন্তপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোয় সকাল থেকেই বহু মানুষ ভীড় জমিয়েছেন।পঞ্চমী ও ষষ্ঠীর দিন দুই পুজো মন্ডপের সামনে এক অনুষ্ঠানে এলাকার গরীব ও পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, দীর্ঘ লকডাউনে মানুষ কাজ হারিয়ে চরম আর্থিক অবস্থার মধ্যে দিন কাটছে৷ এই পরিস্থিতিতে অসহায় মানুষদের সঙ্ঘের বিভিন্ন শাখার পক্ষ থেকে নতুন বস্ত্র তুলে দেওয়া হচ্ছে রাজ্যজুড়ে। পঞ্চমির দিন সঙ্ঘের পক্ষ থেকে বিরাটির নবাদর্শ হাউসিং সোসাইটি দুর্গাপুজোর মন্ডপে এলাকার মানুষকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সঙ্ঘের পক্ষ থেকে। এই অনুষ্টানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি স্বপ্ন কুমার সাহা, সম্পাদক ত্রিদিপ দত্ত চৌধুরি ও জয়দীপ নারায়ন চৌধুরি। সোমবার ষষ্ঠী উপলক্ষে বিরাটি স্টেশন সংলগ্ন সার্বজনীন দুর্গোৎসব মন্ডপে এক অনুষ্টানে কয়েকশো গরীব মানুষকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সঙ্ঘের পক্ষ থেকে। এই অনুষ্টানে উপস্থিত ছিলেন ইয়াং রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুরেশ বিশ্বাস ও প্রধান উপদেষ্টা সুকুমার সরকার।