হুগলি, ৩০ এপ্রিল:- লকেট চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দেওয়ার জন্য চুঁচুড়া স্টেশন থেকে শোভাযাত্রা করে জুতোটা ঘড়ির মোড়ের দিকে এগোতে থাকেন। অন্যদিকে এখন বাজার থেকে ঘড়ির মোড়ের দিকে এগিয়ে যায় বাম ও কংগ্রেসের মিছিল। আজ হুগলি শ্রীরামপুর ও আরামবাগের তিন বাম প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার কথা। দুই মিছিল মুখোমুখি হতেই স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়।
বিজেপি কর্মীরা ঘড়ির মোড়ে বসে রাস্তা অবরোধ শুরু করে। চন্দননগর পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বামেদের অভিযোগ নির্ধারিত সময়ের অনেক পরে বিজেপি মিছিল ঘড়ির মোড়ে পৌঁছায়। বাম কংগ্রেস জোট মিছিল নির্দিষ্ট সময়ে রওনা হয়। ঘড়ির মোড়ে আসতেই বিজেপি কর্মীদের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। বাম কংগ্রেসের মিছিলকে একদিকে দাঁড় করিয়ে দেয় পুলিশ। বিজেপি কর্মীদেরও কিছুটা পিছু হটিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয়।