এই মুহূর্তে জেলা

কানাইপুর পঞ্চায়েত প্রধানের বাড়িতে অর্জুন সিং ,শুরু রাজনৈতিক জল্পনা।

হুগলি ,১৮ ডিসেম্বর:- কানাইপুর গ্রামপঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদবের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ সেরেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। শুক্রবার পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব জানান গতকাল রাতে বিজেপি সাংসদ অর্জুন সিং ও শঙ্কুদেব পান্ডা এদিকে তাদের নিজের কাজে এসেছিল। তখন সেখান থেকে শুধু তার বাড়িতে এসে সামান্য কথা বলেন। পাশাপাশি এই ঘটনায় হুগলি জেলার তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেন ঘটনাটি শুনেছি , এটা আমাকে বদনাম করার একটা চক্রান্ত। আমি পার্টির সৈনিক, এইভাবে তাকে দমানো যাবে না। তবে তিনি আমার দাদা হতে পারেন, তার বাড়িতে বিজেপি নেতা কেন গেলো তার উত্তর দিতে হবে।

এতে রাজনীতি করার কিছু নেই। তবে এই মুহূর্তে যেখানে তৃণমূলের দল বদলের পর্ব চলছে,শুভেন্দু অধিকারীকে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি সেই সময় দাঁড়িয়ে কানাইপুর তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিজেপি সাংসদ অর্জুন সিং ও শঙ্কুদেব পান্ডা আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে অনেক জল্পনা।তবে এই প্রসঙ্গে আচ্ছেলাল যাদব পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তৃণমূল দলে ছিলেন ও থাকবেন।আবার এটাও হতে পারে তার ভাই দিলীপ যাদব তৃণমূলের জেলা সভাপতি হওয়ায় তার নামকে বদনাম করতে কেউ কেউ হয়তো এসব ঘটাচ্ছে।আর বিজেপি সাংসদ অর্জুন সিং ও শঙ্কুদেব পান্ডা তৃণমূল প্রধানের বাড়িতে আসায় বহু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।