হুগলি, ৯ নভেম্বর:- ঘোড়ার গুঁতোয় আহত সাইকেল আরোহী, আটক ঘোড়া! পোলবার সুগন্ধার বাগপাড়া এলাকায় চুঁচুড়া তারকেশ্বর রোডের উপর এই দূর্ঘটনা ঘটে। একটি কালো ঘোড়া নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল এক ঘোড়সওয়ারী। সুগন্ধা পূর্বপাড়া থেকে সাইকেল নিয়ে গোটু বাজারের দিকে যাচ্ছিলেন জয়দেব পাল। হঠাৎ ঘোড়া ক্ষেপে গিয়ে তাকে গুঁতিয়ে দেয়। রাস্তায় ছিটকে পরেন। মাথায় চোট লাগে তার।
পিছন থেকে আসা একটি স্কুটি গিয়ে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয়রা তাকে প্রাথমিক সুশ্রূষা করে পোলবা থানার পুলিশের সহযোগীতায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। ঘোড়া ও তার সওয়ারীকে আটক করে পুলিশ।