এই মুহূর্তে জেলা

বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর শোভাযাত্রার রাস্তা পরিদর্শনে এডিজি পশ্চিমাঞ্চল।

হুগলি, ৮ নভেম্বর:- দুর্গাপুজো শেষ হলেও উৎসবের মরসুম এখনো শেষ হয়নি হুগলিতে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো যেমন আছে তেমনি আছে বাঁশবেড়িয়ার কার্তীক পুজো। আর এবছর তিথি অনুযায়ী জগদ্ধাত্রী পুজোর মধ্যেই পরেছে কার্তীক পুজো। মগড়া থানা এলাকার বাঁশবেড়িয়া পুরসভা ও চুঁচুড়া থানার কিছু এলাকায় কার্তীক পুজো হয় জমজমাট। চার দিনের পুজোর শোভাযাত্রাও হয়। একদিকে চন্দননগর জগদ্ধাত্রী অন্যদিকে বাঁশবেড়িয়ার কার্তীক পুজোয় ভীর সামলাতে এখন থেকেই তৎপর পুলিশ।হুগলি গ্রামীন পুলিশ এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারীকরা এলাকা পরিদর্শন করছেন।

আজ এডিজি পশ্চিমাঞ্চল ত্রিপুরারী অথর্ব, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন শোভাযাত্রা রুট পরিদর্শন করেন।পুজোর দিন গুলোতে যাতে সাধারন মানুষের সমস্যা না হয় পাশাপাশি দর্শনার্থীরাও শোভাযাত্রা দেখতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা নিতে আলোচনা করেন পুলিশ আধিকারীকরা। এদিন কেওটা ত্রিকোন পার্কে পুলিশ আধিকারীকদের সঙ্গে ছিলেন বাঁশবেড়িয়ার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। সেখান থেকে গঙ্গার ঘাট গুলো পরিদর্শন করেন পুলিশ আধিকারীকরা।