এই মুহূর্তে কলকাতা

কলকাতা হাইকোর্টে নতুন পাবলিক প্রসিকিউটার।


কলকাতা, ৭ নভেম্বর:- কলকাতা হাইকোর্টের নতুন পাবলিক প্রসিকউটার হলেন দেবাশিস রায়। তিনি শাশ্বত গোপাল মুখোপাধ্যায়ের স্থলাভিসিক্ত হলেন। ছ’বছরের বেশি সময় শাশ্বত বাবু, কলকাতা হাইকোর্টে পিপি পদে ছিলেন। হাই কোর্টে ফৌজদারি কার্যবিধির সব মামলার দেখভালের দায়িত্বে থাকেন পিপি। আদালতের সংক্রান্ত আইন বিভাগের অনেক প্রশাসনিক সিদ্ধান্তও তাঁকে নিতে হয়।

গত কয়েক বছরে নানা গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের হয়ে শাশ্বতকে দেখা গিয়েছে। পার্ক স্ট্রিটকাণ্ড, নারদ স্টিং অপারেশন, বগটুইকাণ্ডের একটি মামলা এবং লিপ্‌স অ্যান্ড বাউন্ডস মামলায় তিনি পিপি ছিলেন।