এই মুহূর্তে কলকাতা

চিকিৎসকের ঘাটতি মেটাতে ডিগ্রী কোর্সের পাশাপাশি তিন বছর ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১১ মে:- রাজ্যে চিকিৎসকের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাক্তারিতে পাঁচ বছরের ডিগ্রি কোর্স এর পাশাপাশি তিন বছরের ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব দিয়েছেন। নবান্নে আজ প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বিষয়টি দেখার জন্য তিনি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে নির্দেশ দেন। এর জন্য প্রয়োজনে একটা কমিটি তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়া রাজ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায়, নার্সদের সংখ্যা চাহিদার তুলনায় কম হওয়ার কারণে, জেলায় জেলায় আরও ১০০টি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট করা যায় কিনা, সে কথাও ভেবে দেখার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ৫ বছরের ডাক্তারি পাঠ্যক্রমের কারণে নতুন ডাক্তার পেতে সমস্যা হচ্ছে। তাই যদি সমান্তরালভাবে একটি ডিপ্লোমা কোর্সও চালু করা যায়, তবে অন্তত প্রাথমিক স্বাস্থ্য কেন্দেগুলিতে চিকিৎসক ঘাটতি মেটানো অনেকটাই সম্ভব হবে।