এই মুহূর্তে জেলা

চুঁচুড়া আদালতে সারদা কর্তা সুদীপ্ত সেন।

সুদীপ দাস, ২৫ নভেম্বর:- আবারও চুঁচুড়া আদালতে তোলা হল সারদা কর্তা সুদীপ্ত সেনকে। শুক্রবার দুপুরে চুঁচুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (ফাস্ট ট্র্যাক কোর্ট)-এ তোলা হয় সুদীপ্ত সেনকে। কটন ফুল প্যান্ট ও মেরুন সোয়েটার গায়ে সুদীপ্তকে নিয়ে আসা হয় আদালতে। এদিনও ক্যামেরার সামনে মুখ খোলেননি সারদা কর্তা। সুদীপ্ত সেনের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন ২০১৩ সালে পোলবা থানায় একটি অভোযোগ দায়ের করেন তৎকসলীন প্রভিডেন্ট ফান্ড অফিসার নতুন মান্না।

সেই কেস নাম্বার ৫১ অনুযায়ী পোলবা থানার সুগন্ধ্যা মোড়ের কাছে গ্লোবাল অটোমোবাইল ফ্যাক্টরির ৭০হাজার চারশো ৯৭টাকা সুদীপ্তবাবু জমা করেননি। সেই মামলাতেই শুক্রবার সারদা কর্তাকে চুঁচুড়া আদালতে তোলা হয়। মৃন্ময়বাবু বলেন চার্জশীটে পুলিশ ৪০৬, ৪০৯, ৪২০, ও ১২০/বি ধারা দিয়েছে। তবে যে সময়ের পিএফের টাকা জমা দেওয়া হয়নি সে সময় সুদীপ্ত সেনের সাথে গ্লোবাল অটোমোবাইলের কোনও সম্পর্ক ছিল না বলে মৃন্ময়বাবুর দাবী।