প্রদীপ বসু, ৭ নভেম্বর:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন চাঁপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। চাপদানি ১৩ নং ওয়ার্ড এর দলিয় কার্যালয়ে পৌরপ্রধান ছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর সুরজ গুপ্তা, বিক্রম গুপ্তা, বিক্রম সাউ রাজেশ সিং, কিশোর কেওয়াট ছিলেন তৃণমূল নেতা রাহুল রায়, বিশাল জয়সোয়াল সহ শাসক দলের কর্মী সমর্থকরা।
কেক কেটে আলো প্রজ্জ্বোলন করেন পৌরপ্রধান। এরপর একে অপরকে কেক খাইয়ে অভিষেকের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানায়। এছাড়া লাড্ডু বিতরণ করা হয়। সুরেশ মিশ্র এক সাক্ষাৎকারে কি বললেন শুনব।