এই মুহূর্তে জেলা

চাঁপদানিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনার সামগ্রী প্রদান পৌরপ্রধানের।


প্রদীপ বসু, ১৭ ফেব্রুয়ারি:- চাপদানি পৌরসভার ১৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর সুরজ গুপ্তের প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়ে গেল স্টুডেন্ট এনকারেজমেন্ট প্রোগ্রাম ২০২৩.পৌরসভার প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশুনা সামগ্রি দেওয়া হয়। এছাড়া তাদের কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং ভালো রেজাল্ট করতে হলে কিভাবে তৈরি হতে হবে সে সম্পর্কে সচেতন করা হয়।

পাশাপাশি এর আগে চক্ষু শিবিরে অংশ গ্রহণকারি চশমা প্রাপকদের চশমা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র, রতন সাউ, স্কুল শিক্ষক, শিক্ষানুরাগী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পৌরপ্রধান কাউন্সিলর নিজ হাতে চশমা পরিয়ে দেন প্রাপকদের চোখে। সুরজ গুপ্তের ভূয়সী প্রশংসা করেন সকলে। পৌরপ্রধান ছাত্র ছাত্রী দের উদ্দেশ্যে নিজের মনোভাব ব্যক্ত করেন। কাউন্সিলর এই সামাজিক অনুষ্ঠানের বিস্তারিত ব্যাখ্যা করেন।