এই মুহূর্তে কলকাতা

চলতি বছরে দীপাবলি পালনে তামিলনাড়ুর ওপরেই ভরসা রাখছে বাংলা।

কলকাতা, ২৭ অক্টোবর:- শনিবার লক্ষ্মীপুজো। এরপরেই আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠবে বাংলা। আর দীপাবলি মানেই বাজি পোড়ানো। তবে দূষণ সৃষ্টিকারী বাজি আগেই নিষিদ্ধ হয়েছে রাজ্যে। দীপাবলিতে একমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহার করা যাবে। এই বাজির জোগান আসে মূলত ভিন রাজ্য থেকে। তামিলনাড়ু, হরিয়ানার সবুজ বাতি আসবে বাংলায়। তাতেই দীপাবলি পালন করবে বঙ্গবাসী। প্রশাসনিক সূত্রে খবরইতিমধ্যেই ৫০০ লরি সবুজ বাজি রাজ্যে ঢুকেছে। তবে চাহিদা অনুযায়ী সবুজ বাজি এরাজ্যে তৈরি হয়না।

ফলে ভিন রাজ্য থেকে সবুজ বাজি আনতে হয়। চলতি বছরে মূলত তামিলনাড়ুর উপরই ভরসা করছে বাংলা। ফুলঝুরি, রংমশাল, তুবড়ি থেকে হাওয়াই, চরকি সহ সমস্ত সবুজ বাজি আসছে তামিলনাড়ু থেকে। হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকেও কিছু বাজি আসছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় সবুজ বাজি বিক্রির মেলা শুরু হয়ে গিয়েছে। কালীপুজোর আগে রাজ্যের ১৫০ জায়গায় মেলা বসবে। উল্লেখ্য, মূলত সবুজ পরিবেশবান্ধব বাজিতে ক্ষতিকারক রাসায়নিক থাকে না। ফলে দূষণ কম হয়। হাঁপানি, শ্বাসকষ্টের মতো সমস্যাও কম হয়। এতে অ্যালুমিনিয়াম, বেরিয়াম, পটাসিয়াম নাইট্রেট বা কার্বন থাকে না। ফলে এই বাজি ব্যবহারেই জোর দিয়েছে রাজ্য।