এই মুহূর্তে কলকাতা

রাজ্যে আসা পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেবার সিদ্ধান্ত।


কলকাতা, ৩০ আগস্ট:- রাজ্য সরকার এই রাজ্যে আসা পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূত্রে দেশের যে কোনো প্রান্ত থেকে এই রাজ্যে আসলে এক দেশ এক রেশন কার্ডের আওতায় সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেশন সামগ্রী দেওয়া হবে এই মর্মে নির্দেশিকা জারি করেছে বলে খাদ্য দপ্তর। যেখানে বলা হয়েছে অন্যান্য যে কোন রাজ্য থেকে এ রাজ্যে কাজের সন্ধানে আসা শ্রমিকেরা ইরাকের ডিলারদের কাছ থেকেও রেশন তুলতে পারবেন।অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রমিকদেরও দ্রুত এই প্রকল্পে আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।