এই মুহূর্তে জেলা

প্রথা মনে মহাষ্টমীতে বেলুড় মঠে হচ্ছে কুমারী পুজো। ভক্ত ও দর্শনার্থীদের ঢল।

হাওড়া, ২২ অক্টোবর:- প্রথা মেনেই আজ মহাষ্টমীর দিন রবিবার সকালে বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। এদিন মহাষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয়েছে কুমারী পূজা। এদিন কুমারী পুজো দেখতে মঠে হাজির হয়েছেন বহু মানুষ। স্বামী বিবেকানন্দ ১৯০১ সালে বেলুড় মঠে কুমারী পূজা শুরু করেছিলেন।

সেই রীতি মেনেই বেলুড় মঠের সন্ন্যাসীরা মহাষ্টমীর দিন কুমারীকে দেবী হিসেবে উপাসনা করেন। শ্রীশ্রীঠাকুরের মতে, অল্পবয়সী মেয়েরা যখন কুমারী থাকে সেই বয়সে জগতের নেতিবাচক শক্তি থেকে তারা দূরে থাকেন। তখনই তাদের মধ্যে মাতৃভাবনা প্রকাশ পায়। ১ থেকে ১৬ বছর বয়সী বালিকাকেই কুমারী হিসেবে নির্বাচিত করা হয়ে থাকে। প্রতিমাকে জীবন্ত বিগ্রহরূপে পুজো করা হয়। এদিন কুমারী পূজায় উপস্থিত রয়েছেন মঠের বরিষ্ঠ সন্ন্যাসীরা। বর্তমান বছরে কুমারীকে উমা রূপে পূজা করা হচ্ছে।