হুগলি, ১৬ অক্টোবর:- ২০২৩ সালের জাতীয় মেধা সম্পদ পুরস্কার পেলো চুঁচুড়ার কিশোর বিজ্ঞানী অভিজ্ঞান কিশোর দাস। অভিজ্ঞানী হলো প্রথম বাঙালি আবিষ্কারক যে মেধা স্বত্ব অধিকারি এবং তার বাণিজ্যিকীকরণ এর গুরুত্ব এর বিচারে ১৮ বছরের নিচের বিভাগে এই জাতীয় পুরস্কার লাভ করলো। প্রসঙ্গত এর কোনো বাঙালি উদ্ধভাবক বা আবিষ্কারক ব্যাক্তিগত মেধা স্বত্ব এর ক্ষেত্রে এই পুরস্কার অর্জন করেনি। ২০০৯ সাল থেকে কেন্দ্র সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রক এই জাতীয় পুরস্কার দিয়ে আসছে, এই মন্ত্রক এর এই অধীন পেটেন্ট, ডিসাইন ও ট্রেডমার্ক এর কন্ট্রোলার জেনারাল অফিস এই পুরস্কার এর বাছায়ের দাইত্বে থাকে।
এবার দিল্লির বিজ্ঞান ভবনের গতকাল অভিজ্ঞান এর হাতে পুরস্কার তুলে দেন। সংযুক্ত রাষ্ট্র পুঞ্জের অধীন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর মহা নির্দেশক ড্যারেন ট্যাং, উপস্থিত ছিলেন রাজ্য সভার নেতা এবং কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযুষ গোয়েল। ১৬ বছর বয়সী এই কিশোরের এমন বিরল স্বীকৃতিতে স্বতঃস্ফূর্ত উচ্ছাস প্রকাশ করেন উপস্থিত সকলেই। অভিজ্ঞানের এই বিরল কৃতিত্ব এককথায় নজির বিহীন।