হুগলি, ১৪ অক্টোবর:- আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু ,এভাবেই আজ মহালয়া শুরু হচ্ছে। পিতৃপক্ষের অবসান৷ আর আজ থেকে দেবীপক্ষের সূচনা। আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু৷ ইতিমধ্যেই মহালয়া উপলক্ষ্যে রাজ্যেত বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ৷ গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা। তৎপর পুলিশ। পুণ্য তীর্থ ত্রিবেণী, পিতৃপক্ষে র অবসানে মাতৃ পক্ষের সূচনায় মহালয়ার পুণ্য লগ্নে বৈদিক মন্ত্রে মুখরিত।
মুক্তবেণী ত্রিবেণী, গঙ্গা, সরস্বতী, কুন্তী নদী মুক্ত হয়েছে এখানে, তাই এই মহা তীর্থে সূর্য ওঠার আগে থেকেই হাজার হাজার মানুষের আগমন, বেলা যত বাড়ছে ততই বাড়ছে মানুষের ভিড়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ত্রিবেণী। বহুরাস্তা নো এন্ট্রি করা হয়েছে যেমন, তেমনি নজরদারির জন্য রয়েছে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার। বিপর্যয় মোকাবিলার জন্য গঙ্গায় নামানো হয়েছে স্পিড বোট।