এই মুহূর্তে কলকাতা

স্থগিত থাকা পাবলিক সার্ভিস কমিশন সহ তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা।

কলকাতা , ২৭ জুন:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ডব্লুবিসিএস সহ স্থগিত থাকা তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করেছে। উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন ও পরবর্তীকালে কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে পরপর দু’বার পরীক্ষাগুলি স্থগিত করা হয়। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ৭ই আগস্ট থেকে ৩১শে আগস্টের মধ্যে পরীক্ষাগুলি নেওয়া হবে। নতুন সূচি অনুযায়ী ৭ই অগাস্ট ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুইটমেন্ট-এর প্রিলিমিনারি পরীক্ষা ও ২২ আগস্ট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ (ডব্লুবিসিএস)- এর প্রিলিমিনারি পরীক্ষা হবে।

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ (ডব্লুবিসিএস)- এর মেইন পরীক্ষা হবে ২৭, ২৮, ২৯ ও ৩১ আগস্ট। পূর্ববর্তী সূচি অনুযায়ী ২১ শে মার্চ থেকে ২৮ শে এপ্রিলের মধ্যে এই তিনটি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ায় কমিশন সেগুলি স্থগিত করে দেয়। এরপর ১৭ ই মে থেকে ১৩ই জুনের মধ্যে পরীক্ষাগুলির সম্ভাব্য দিন নির্ধারণ করা হলেও করোনা পরিস্থিতিতে দ্বিতীয়বার পরীক্ষাগুলি স্থগিত করে দেওয়া হয়। বর্তমানে রাজ্যে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কমিশনের তরফে আবারও এই তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করা হয়েছে।