এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি পুজো উদ্বোধনকে ঘিরে আনন্দে ভাসলো হুগলির পুজো কমিটিগুলি।

হুগলি , ১৩ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি পুজো উব্দোধনকে ঘিরে আনন্দ উচ্ছাসে ভাসল বারোয়ারি পুজো কমিটিগুলি। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত চণ্ডীতলার বেগমপুর, ডানকুনি, শ্রীরামপুর,বৈদ্যবাটির পুজো মণ্ডপ গুলিতে সাধারণ মানুষ থেকে পুজো উদ্যোক্তাদের ভির ছিল লক্ষ্যনীয়। এছাড়া কচিকাচারাও জমায়েত করে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুজোর আমেজ বাড়িয়ে দেয়। শ্রীরামপুর নেতাজী মোড় সার্বজনীন পুজোর ভার্চুয়ালি উব্দোধন করেন মুখ্যমন্ত্রী।

উদ্যোক্তারা জানিয়েছেন বিকেল থেকেই মুখ্যমন্ত্রীকে টিভির স্ক্রীনে দেখার জন্য পুজো মন্ডপে ভিড় জমিয়ে ছিলেন স্থানীয়রা। তাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুজোর উদ্যোক্তা পিন্টু নাগ বলেন, ষষ্ঠ বর্ষে আমাদের থিম প্রকৃতি। কৃষি নির্ভর দেশে আবহাওয়ার খামখেয়ালিপনায় সবচেয়ে সমস্যা হয় কৃষিতে। প্রকৃতি যেন আমাদের দেশ ও রাজ্যকে সুজলা, সুফলা, শষ্য শ্যামলা রাখে সেই প্রার্থনা করা হবে দেবী দুর্গার কাছে। এছাড়া কৃষিতে ব্যবহৃত লাঙ্গল, কোদাল, ঝুড়ি, ট্রাক্টরের দেখা মিলবে পুজোর মণ্ডপে।

শ্রীরামপুর মরাদান গুডবাই ক্লাবের ২৮ বছরের পুজোতে এবারের থিম পাহাড়ের কোলে মায়ের আরাধনা। আকর্ষণীয় মণ্ডপের সঙ্গে থাকবে নজরকাড়া প্রতিমা বলে জানিয়েছেন উদ্যোক্তা অমৃত ঘোষ। বৈদ্যাবাটি চৈতালী সংঘের পুজোর ও এ দিন ভার্চুয়ালি উব্দোধন করেন মুখ্যমন্ত্রী। ডানকুনি মিলন সংঘের মাঠেও মুখ্যমন্ত্রীর পুজো উব্দোধনকে ঘিরে জনতার ঢল নামে বলে জানিয়েছেন ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা।