হাওড়া, ১৩ অক্টোবর:- রাত পোহালেই আগামীকাল শনিবার মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। এই উপলক্ষে হাওড়ার বিভিন্ন ঘাটেও মহালয়ার ভোর থেকেই তর্পণের জন্য আসবেন বহু মানুষ। ঘাটে যাতে কোনও দুর্ঘটনা না হয় তারজন্য এবার আগাম সতর্কতা নিল পুরনিগম।
পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই শুক্রবার সকালে রামকৃষ্ণপুর ঘাটে হাজির হয়ে এবিষয়ে নজরদারি করেন। ঘাটের ভাঙাচোরা অংশের মেরামত করা হয়। বালির বস্তা ফেলে ঘাটের ভাঙা অংশ লেবেল করা হয়।