হাওড়া, ১১ অক্টোবর:- অভিনব উদ্যোগ হাওড়া সিটি পুলিশের। এবার পুজোয় সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন, পুজো প্যান্ডেল ঘুরে দেখার জন্য শহরবাসীর জন্য পুজো গাইড মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক দীপাপ প্রিয়া পি সহ পুলিশের একাধিক আধিকারিকরা।
হাওড়ার বেলুড়ের একটি মলের সেমিনার হলে উদ্বোধন হয় এই অ্যাপের। এর সাহায্যে হাতের মুঠোয় মিলবে হাওড়া শহরের কমিশনারেট এলাকার প্রতিটি পুজোর রুট ম্যাপ, পুজোর যাবতীয় খুঁটিনাটি। থাকছে থানার হদিস, পেট পুজোর জন্য হোটেল, রেঁস্তোরার হদিস। পুজো হপিংয়ে বেরিয়ে যে কোনও সমস্যায় পড়লে এই অ্যাপের মাধ্যমেই মিলবে পুলিশের সাহায্য। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ক্লাবগুলোকে রাজ্য সরকারের ৭০ হাজার টাকা করে পুজো অনুদানের চেক তুলে দেওয়া হয়।