হুগলি, ১০ অক্টোবর:- র্যাগিং মুক্ত ক্যাম্পাস, অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচন ও বন্ধ হয়ে যাওয়া স্কুল খোলার দাবিতে মহামিছিলের পর এসএফআই এর সমাবেশ অনুষ্ঠিত হল চুঁচুড়ায়। মঙ্গলবার এসএফআই হুগলি জেলা কমিটির ডাকে চুঁচুড়া স্টেশন থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে চুঁচুড়া ঘড়ির মোড়ে সমাবেশ হয়। এদিন মিছিলে নেতৃত্বে ছিলেন, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, রাজ্য সভাপতি প্রতীকুর রহমান, রাজ্য নেতৃত্ব ঋজুরেখ দশগুপ্ত, জেলা সম্পাদক নবনিতা চক্রবর্তী, জেলা সভাপতি বাদশা দাস সহ সংগঠনের নেতৃত্ববৃন্দেরা। সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, আমাদের আন্দোলন চলছে দেশ ও রাজ্যের শিক্ষা বাঁচাতে। রাজ্য সরকার খেলা মেলা পুজো ও ইমাম ভাতায় দান করছে। এদিকে সরকার শিক্ষা ক্ষেত্রে কোন বরাদ্দ করছেনা। শিক্ষক নেই বলছেন, এদিকে শিক্ষকরা রাত দিন গাছের নিচে বসে আছে তাদের দাবিতে। কেন্দ্রীয় সরকার এমন নীতি আনছে যাতে শূন্য পেলেও ডাক্তারী পড়তে পারবে।
যাদের টাকা আছে তারা পড়াশোনা করতে পারবে। শিক্ষক নিয়োগ নেই, দুর্নীতি ভরে গেছে। এই হুগলি জেলা যেখানে কারখানা হওয়ার কথা ছিলো, সেখানে বেকারের হাহাকার। এস এফ আই রাজ্য সভাপতি প্রতিকুর রহমান INDIA জোট প্রসঙ্গে বলেন, আমাদের টিকিট রিজার্ভ, অনেকে বিনা টিকিটে ওঠে। পকেট মার হলে তাকে পাবলিক মেরে নামিয়ে দেয়। ট্রেন চলছে আগামীদিন দেখা যাবে কে কোথায় নামে, আর কে পকেট মারে। আমরা ছিলাম আছি থাকবো, তৃণমূল বিজেপিকে নিয়ে এসেছিলো।আগামীদিনে তৃণমূল জোটে থাকবে কিনা সেটা তৃণমূল বলবে, আমরা দায়ভার নেবোনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানো প্রসঙ্গে বলেন, আমরা বারবার বলেছিলাম ক্যাম্পাসে সিসিটিভি আছে, আরো প্রয়োজন হলে ছাত্রদের সঙ্গে কথা বলে লাগান। আমাদের প্রশ্ন সিসিটিভি লাগালে অপরাধীকে ধরা যাবে, কিন্তু অপরাধ প্রবনতা কি কমানো যাবে।আমাদের সকলকে মিলে এই সামাজিক ব্যাধি মুক্ত করতে হবে।