কলকাতা, ১০ অক্টোবর:- অপরিকল্পিত ভাবে দ্রুত নগরায়নের ফলে আধা শহর বা পেরি আরবান এলাকা গুলিতে ডেঙ্গু – ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। চলতি মরসুমেও শহরের থেকে এই সব আধা শহরে ডেঙ্গু সংক্রমনের হার আশঙ্কাজনক ভাবে বাড়ছে। এমত অবস্থায় এই সব জায়গা গুলিতে দ্রুত মশাবাহিত রোগ প্রতিরোধের পরিকাঠামো নির্মাণের ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। বিজ্ঞানসম্মত ভাবে জঞ্জাল অপসারণ, নিকাশি সহ মশাবাহিত রোগ প্রতিরোধের পরিকাঠামো তৈরি এবং মানুষের সচেতনতা বাড়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা করতে মঙ্গলবার পঞ্চায়েত দফতরের তরফে এক কর্মশালার আয়োজন করা হয়। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই কর্মশালায় শহরঘেঁষা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলির কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন ব্লকের বিডিও, এবং পুর দফতরের পতঙ্গবিদেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই কর্মশালা প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, গ্রামাঞ্চলে বিজ্ঞানসম্মত ভাবে জঞ্জাল অপসারণের জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্প যাতে ওই সব এলাকায় দ্রুত রূপায়ণ করা হয় এদিন তা নিয়ে আলোচনা করা হয়েছে। পঞ্চায়েত এলাকায় যে সমস্ত বড় বাড়ি বা আবাসন তৈরি হচ্ছে সেখানে যেন উন্নতমানের নিকাশি ব্যবস্থা করা হয় পঞ্চায়েতকর্তাদের সে বিষয়ের উপর নজরদারি করতে বলা হয়েছে। পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে সর্বাধিক গুরুত্বপূর্ণ মানুষের সচেতনতা। এজন্য প্রশাসনকে বছরভর নিবিড় প্রচার অভিযান চালাতে নির্দেশ দিয়েছে সরকার। অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী, শিউলি সাহা গ্রামোন্নয়ন সচিব পি উলগানাথন, নগরন্নয়ন সচিব খলিল আহমেদ, স্বাস্থ্য দফতরের সচিব মৌমিতা গোদারা প্রমুখ উপস্থিত ছিলেন।