এই মুহূর্তে জেলা

বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগে গ্রেফতার যুবক উত্তরপাড়ায়!



হুগলি, ৮ অক্টোবর:- হিন্দমোটর কারখানা চত্বরে নিকাশি ড্রেন থেকে গতকাল উদ্ধার হওয়া যুবকের পরিচয় জানার পর অভিযোগ দায়ের হয় উত্তরপাড়া থানায়, অভিযোগ পাওয়ার কিছুক্ষনের মধ্যে গ্রেফতার অভিযুক্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপাড়া ভদ্রকালী শিবতলার বাসিন্দা বিজয় পরামানিককে গত শুক্রবার বিকালে তার বন্ধু পিকু ঘোষ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওইদিন রাতে আর বাড়ি ফেরেনি বিজয়।বিস্তর খোঁজাখুঁজির পর গতকাল রাতে পুলিশ মারফত বাড়ির লোক জানতে পারে হিন্দমোটর কারখানার একটি নিকাশি ড্রেন থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। যুবকের পরিবার গিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে দেহ শনাক্ত করে।

এরপর আজ বেলা এগারোটা নাগাদ উত্তরপাড়া থানায় যুবকের মা বনলতা পরামানিক লিখিত অভিযোগ করেন। তার ছেলে বিজয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পিকু। বিজয় বাড়ি না ফিরলেও পিকুর বাড়িতে গিয়ে খোঁজ করতে গেলে পিকুর দেখা মেলেনি। পুরোনো শত্রুতার জেরে ছেলেকে খুন করেছে পিকু। পুলিশ অভিযোগ পাওয়ার কিছুক্ষনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে। উত্তরপাড়ার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস মুখার্জি বলেন, অভিযোগ হওয়ার এক ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার হয়েছে। পুলিশের এই তৎপরতা যদি থাকে অপরাধ অনেক কমে যাবে। দোষী যেই হোক তার উপযুক্ত শাস্তি হোক।