এই মুহূর্তে জেলা

হুগলিতে অ্যাসিড আক্রান্ত বিজেপির কর্মীকে দেখতে জাতীয় মহিলা কমিশনের সদস্যা।

হুগলি, ৪ অক্টোবর:- হুগলিতে অ্যাসিড আক্রান্ত বিজেপি মহিলা কর্মীকে দেখতে হাসপাতালে জাতীয় মহিলা কমিশনের জাতীয় মহিলা কমিশনের সদস্য মমতা কুমারী। হুগলীর চন্ডীতলা এলাকায় এক বিজেপি মহিলা কর্মী অ্যাসিড আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ওই মহিলা ভর্তি রয়েছেন। তার সঙ্গে কথা বলতে দিল্লী থেকে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য মমতা কুমারী। কয়েকদিন আগে চন্ডীতলার ভগবতীপুর এর বাসিন্দা বছর পঞ্চাশের এর এক মহিলার উপর আক্রমণ হয় বলে অভিযোগ। তার বাড়িতে ঢুকে ভাঙচুর করার পাশাপাশি অ্যাসিড ছোঁড়া হয় বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ ছিল তৃণমূল আশ্রিতদের বিরুদ্ধে।

গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট ছিলেন ওই মহিলা। সেই কারনেই তার ওপর এই আক্রমণ বলে অভিযোগ মহিলার। ঘটনার পর তাকে শ্রীরামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ঘটনায় তৃনমূল জরিত নয় রাজনৈতিক কারনও নেই ব্যাক্তিগত বিবাদে এই ঘটনা বলে দাবী করে তৃনমূল। এই ঘটনায় দু পক্ষই অভিযোগ দায়ের করে।তবে কেউ এখনো গ্রেফতার হয়নি। আক্রান্তর সঙ্গে কথা বলে বেরিয়ে মমতা কুমারী বলেন, হাসপাতালের অবস্থা খুবই খারাপ। ঠিকমত চিকিৎসা হচ্ছে না। ঘটনায় দোষীরা ফেরার কেউ ধরা পরেনি। পুলিশ আধিকারীকদের সঙ্গে আলোচনা করব। তারপর গোটা বিষয় কমিশনকে রিপোর্ট দেবো। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে এখানে।করা ব্যবস্থা নেওয়া হবে।