হাওড়া, ৪ অক্টোবর:- হাঁস চড়ছে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে! ঘটনাস্থল হাওড়ার গড়ফা ব্রিজ এলাকা। কয়েকমাস আগেই এই রাস্তায় আন্ডারপাস তৈরি করা হয়েছিল। কোনা এক্সপ্রেসওয়ের উপর নির্মিত নতুন গড়ফা সেতুর ভার্চুয়াল উদ্বোধন হয়েছিল। এবারের ভারী বৃষ্টিতে আন্ডারপাসের বেহাল অবস্থা। বন্ধ যান চলাচল।
খড়গপুর থেকে দ্বিতীয় হুগলি সেতুতে আসার জন্য যানজট মুক্ত করতেই এই রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু এই রাস্তায় জল কোথা দিয়ে পাস হবে তার সমাধান এখনো হয়নি। ফলে রাস্তা পরিণত হয়েছে কার্যত সুইমিং পুলে।