হাওড়া, ৩ অক্টোবর:- গ্রামীণ হাওড়ার পাঁচলায় সরকারি সাহায্য প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের উপর নির্মিত নতুন গড়ফা সেতুর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই উদ্বোধনের কয়েক মাস কাটতে না কাটতেই তিন দিনের বৃষ্টিতে জলমগ্ন হলো হাওড়ার গড়ফা সেতুর রাস্তা।
ইতিমধ্যেই গড়ফা সেতুর যাতায়াতের রাস্তায় প্রায় এক কোমর জল জমে গিয়েছে এমনই অভিযোগ স্থানীয়দের। তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী সম্প্রতি উদ্বোধন করেছিলেন এই সেতুর। কিন্তু এবছর বৃষ্টিতে সেই রাস্তা জলে হাবুডুবু। কেউ ব্রিজ পারাপার করতে পারছেন না। গাড়ি চলাচল করতে পারছে না। এই অবস্থায় গাড়িগুলো ঘুরে অন্য লেন দিয়ে চলাচল করছে। সমস্যায় পড়েছেন এলাকার মানুষ।