এই মুহূর্তে জেলা

ডানকুনিতে বিনামূল্যে সব্জি হাটের আয়োজনে পৌরসভার প্রশাসক কমিটির সদস্য দেবাশিস মুখোপাধ্যায়।

চিরঞ্জিত ঘোষ , ৩১ মে:- করোনার আক্রমণে মানুষ যখন দিশেহার,তখন এই বিপদের দিনে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে চলেছেন ডানকুনি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার দেবাশিস মুখোপাধ্যায়। মারণ ব্যাধি যখন দেশে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে,সাধারণ মানুষ যখন বিপদের দিনে কিংকর্তব্যবিমূঢ, সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজের কাছে আবেদন করেছিলেন যে কোনো মূল্যে মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাঁর আবেদনে সারা দিয়ে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় গরিব মানুষদের সেবায় ঝাঁপিয়ে পড়েছেন দল-মত নির্বিশেষে মানুষজন ।সেই মতো আজ ডানকুনির ১৬ এবং ১০ নম্বর ওয়ার্ডের যুবকরা একটি সব্জির হাটের আয়োজন করেছিলেন, এর নেতৃত্বে ছিলেন ডানকুনি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এর মেম্বার দেবাশিস বাবু। তিনি জানান যে স্থানীয় এলাকার যুবকরা আমাকে অনুপ্রাণিত করেছে কারণ এই মুহূর্তে আমাদের রাজ্যের রেশনিং ব্যবস্থার মাধ্যমে গরিব মানুষকে বিনামূল্যে চাল দেয়া হচ্ছে। কিন্তু বাজারে সবজির যোগানের খুব অভাব,

বিশেষ করে আমফান ঝড়ের পর বাংলার একরের পর একর্ সবজি ক্ষেত ধুলিস্যাৎ হয়েছে। বাজারে সবজির দাম অগ্নিমূল্য ,এই অবস্থায় দাঁড়িয়ে এখানকার যুবকদের সহায়তায় আজকে ডানকুনিতে একটি সবজি হাট করা হয়েছিল। সেখান থেকে স্থানীয় দুঃস্থ মানুষদের বিনামূল্যে সবজি দেয়া হয়েছে। তার সঙ্গে কিছুটা করে সরষের তেল ।আমরা মনে করি যে বিপদের দিনে একজন মানুষ যদি মানুষের পাশে থাকে তার থেকে আনন্দের কিছু নেই।যেহেতু আমি ডানকুনি পৌরসভার প্রাক্তন উপপ্রধান তাই ডানকুনির সবকটি ওয়ার্ডের নাগরিকরাই আমার আপনজন, তাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানকার যুব সম্প্রদায়কে ।তারা যেভাবে আজকে এই সব্জির হাট সফল করতে সাহায্য করেছেন তা এক কথায় নজিরবিহীন।