কলকাতা, ১ অক্টোবর:- ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত। ফের রাজ্যের সঙ্গে আলোচনা না করেই একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। এবার আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে ভারপ্রাপ্ত উপাচার্য পদে বিজেপি ঘনিষ্ঠদেরই বসানো হয়েছে বলে গুঞ্জন। রাজভবনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন অচিন্ত্য সাহা। মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন বি বি পারিদা। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিখিলচন্দ্র রায়। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদে রথীন বন্দ্যোপাধ্যায়। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য দিলীপ মাইতি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সিএম রবীন্দ্রন। বিজেপি ঘনিষ্ঠতার গুঞ্জন উঠে আসার বিস্তর কারণ রয়েছে বলেই ধারণা রাজনৈতিক মহলের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সিএম রবীন্দ্রন একজন প্রাক্তন পুলিশ কর্তা।
অগস্টেই সিএম রবীনদ্রনকে কর্মযোগী পুরস্কারে ভূষিত করেছিলেন রাজ্যপাল। এর আগে আলিয়াতেও কেরল থেকে এক প্রাক্তন পুলিশ কর্তাকে উপাচার্য পদে বসানো হয়েছিল। ফলে এই নিয়েই বহুল প্রশ্ন দানা বেঁধেছে। এক পূর্বেও একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। তাঁর একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য। সেই মামলায় শীর্ষ আদালত জানায়, রাজ্যপাল আচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ কর্তা। কিন্তু রাজ্যপাল উপাচার্যদের নির্বাচন কর্তা নন। এ ব্যাপারে তাঁর কোনও পারদর্শিতা নেই। এরপরেই সার্চ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। রাজ্যের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেয় শীর্ষ আদালত। একাধিকবার এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আলোচনায় বসার কথা বলেন। তবে এই আবহে রাজ্যকে এড়িয়ে ফের উপাচার্য নিয়োগ রাজ্যপালের। ফলে এই ঘটনা আগুনে ঘৃতাহুতি বলেই ধারণা রাজনৈতিক মহলের।