হুগলি, ১ অক্টোবর:- গতকাল রাতে গোবরার রেল স্টেশন রেলগেটে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর হয় টিকিট কাউন্টার।এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আজ হাওড়া আদালতে পাঠায় রেল পুলিশ। তিন অভিযুক্ত গোবরার বাসিন্দা। নাম শেখ সাইদুল ইসলাম, শেখ এবাদুল, এবং শুভজিৎ মন্ডল। উল্লেখ্য গতকাল রাত সারে নটা নাগদা আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস এর ধাক্কায় সুধাংশু মন্ডলের(৫৯) মৃত্যু হয়। রেল কর্মি সুধাংশুর বাড়ি চন্ডীতলার নৈটিতে। এই ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়।
স্থানীয় মানুষজন রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রেলের বুকিং অফিস ভাঙচুর করে। স্থানীয়দের অভিযোগ, গোবরার মতো গুরুত্বপূর্ণ স্টেশন দিয়ে দূরপাল্লার সাথে প্রচুর লোকাল ট্রেন যাতায়াত করে। কিন্তু ঘোষণা ছাড়াই লাইন দিয়ে ট্রেন পাশ করে। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনার ঘটনা ঘটে। গতকাল ও রেলের তরফে কোনো রকম ঘোষণা করা হয়নি। আর তার জন্যে দূর্ঘটনা ঘটেছে। রেল জানিয়েছে তাদের এক কর্মীকে মারধর করা হয়। গতকাল গভীর রাতে তিনজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ এর পর গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়।